IPL: স্বস্তির খবর রাবাডাদের, আইপিএলের আগে ক্রিকেটারদের ছাড়ার সিদ্ধান্ত সেই দেশের ক্রিকেট বোর্ডের

0
3

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০২২ আইপিএলের ( Ipl 2022) মেগা নিলাম। এরই মধ‍্যে আইপিএল দলগুলির জন‍্য স্বস্তির খবর। আইপিএলে দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেটারদের আগেই ছাড়ার সিদ্ধান্ত নিল সেই দেশের ক্রিকেট বোর্ড।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান বলেন, “আইপিএলের নিলামের পর আমরা সিদ্ধান্ত নেব কোন ক্রিকেটারদের ছাড়া হবে। কোন কোন ক্রিকেটার আইপিএল খেলছে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কাদের ছাড়া হবে তা নিয়ে এখনও আলোচনা হয়নি।”

২৭ মার্চ থেকে শুরু হতে পারে দেশের জনপ্রিয় ক্রিকেট লিগ। ইতিমধ্যেই আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় কাগিসো রাবাডাকে নিয়েছে পাঞ্জাব কিংস।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস