Municipal Election 2022: বিধাননগরের পুরভোটে ভুয়ো ভোটারের অভিযোগ, খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

0
2

বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ভোট দিতে এসেছে বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। বিতর্ক তৈরি হতেই তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। অন্যদিকে বিধাননগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ইভিএম নিয়েও একটি অভিযোগ উঠেছে । দুটি ওয়ার্ডেই প্রকৃত সমস্যা কী তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

শনিবার সকাল সাতটা থেকেই (Municipal Election 2022) বিধাননগর পুরনিগম এলাকায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। বিধাননগর পুরসভার মোট ৪১টি আসনে আজ ভোট হচ্ছে।