ফের বিয়ে করতে চলেছেন মদন মিত্র ! এ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মদন। কিন্তু পাত্রী কে?
পাত্রীর নাম নিয়ে কিন্তু রীতিমতো রহস্য জিইয়ে রেখেছেন মদন । গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই বিয়ের যাবতীয় কেনাকাটা সেরে ফেলেছেন । কারণ আগামী বুধবার বিয়ে । মদন নিজের জন্য কিনেছেন সোনালি কারুকাজ করা লাল পাঞ্জাবি সঙ্গে সাদা ধাক্কাপাড় ধুতি । আর কনের জন্য কিনেছেন লাল বেনারসি । সঙ্গে মানানসই গয়নাগাটি তো আছেই।
মদন মিত্র নিজেই জানিয়েছেন আগামী বুধবার গোধূলি লগ্নে তাঁর বিয়ে। বিকেল থাকতেই বাড়ি থেকে বরযাত্রীসহ রওনা হয়ে যাবেন তিনি । গন্তব্য ভবানীপুরের শাঁখারিপাড়ার । কিন্তু আবারও সেই একই প্রশ্ন । শাঁখারিপাড়ায় কনের সাজে কে অপেক্ষা করবেন মদনের জন্য।
মদন বরাবরই কালারফুল মানুষ। তাই জল্পনা ছড়িয়েছে যে সেদিন নাকি তাঁর বিবাহবার্ষিকী। দীর্ঘদিনের দাম্পত্যকে আবারও নতুন করে সাজিয়ে তুলতে ঘটা করে প্রথম স্ত্রীকেই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন মদন মিত্র। যদিও সবটাই গুঞ্জন। সত্যিটা কী তা জানা যাবে আগামী বুধবারই।