বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বিখ্যাত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায় (Dwijen Mukherjee)। কিন্তু ৪ বছর আগে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এবার পুরভোটে তাঁর নামেই নাকি ভোট পড়েছে বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের এএইচ কমিউনিটি হলের ভোটকেন্দ্রে। বামেদের (Left) এই অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়।

ওই ওয়ার্ডের বামপ্রার্থী বাসব বসাকের (Basab Basak) অভিযোগ, সিরিয়াল নম্বর ১৭৪-এ দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল। তাঁর নাম ধরে ডাকা হয়। তবে, মুখোপাধ্যায় পরিবার এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে।
এক্ষেত্রে বামেদের সুরেই তাল মিলিয়েছে রামেরাও। বিষয়টি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপি (Bjp) প্রার্থী মলি পাল (Mali Paul)।

যদিও ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাণীব্রত বন্দ্যোপাধ্যায় (Banibrata Benarjee) জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। উল্টে তিনি কটাক্ষ করে বলেন, বামেদের নির্বাচনী ময়দানে লড়ার ক্ষমতা নেই বলেই এখন এইসব অভিযোগ করছে।
আরও পড়ুন- প্রয়াত মধ্যবিত্তকে দু’চাকার স্বপ্ন দেখানো রাহুল বাজাজ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

































































































































