ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই CRPF-এর, নিহত ১ জওয়ান

0
1

ছত্তিশগড়ের (Chattisgarh) বিজাপুর জেলায় (Bijapur District) মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন এক সিআরপিএফ (CRPF) জওয়ান। সেই সঙ্গে আরও এক জওয়ান আহত হয়েছেন।

আইজি বসতার পি সুন্দররাজ (P Sundarraj) জানিয়েছেন, সিআরপিএফ ১৬৮ ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট বাসাগুড়া থানার সীমানায় পুটকেলের জঙ্গলে নকশালদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

আরও পড়ুন: এখনও কোভিড শেষ হয়নি বিধিনিষেধ তুললে বিপদ হতে পারে, সতর্কবার্তা WHO-র

সিআরপিএফ-এর ১৬৮ তম ব্যাটেলিয়নের এক টহলদারি দল রাস্তা খোলা ও পরিষ্কারের জন্য বেরিয়েছিল। ঠিক সেই সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সিআরপিএফ-এর। বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত সিআরপিএফ আধিকারিকের নাম এসবি টিরকে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ের (Chattisgarh) রাজধানী রায়পুর (Raipur) থেকে প্রায় ৪৪০ কিমি দূরের এই এলাকায় আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (CRPF)।