স্ত্রী রত্না ভট্টাচার্য(Ratna Bhattacharya) প্রয়াত হয়েছেন গত বছরের অক্টোবর মাসে। সেই দুর্ঘটনার পর প্রথমবার স্ত্রীকে ছাড়া একা ভোট দিতে এসে চোখে জল শিলিগুড়ির(Siliguri) প্রাক্তন মেয়র ও বর্ষীয়ান সিপিএম(CPIM) নেতা অশোক ভট্টাচার্যের(Ashok Bhattacharya)।
শিলিগুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার প্রার্থী হয়েছেন অশোক ভট্টাচার্য। যদিও তিনি ২০ নম্বর ওয়ার্ডের ভোটার। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর নিজের ওয়ার্ডে নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন অশোক। ভোট দিতে আসার আগে বাড়িতে স্ত্রী রত্না ভট্টাচার্যের ছবিতে মালা দেন তিনি। নিজের বুথে ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ত্রী প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবন হতে দেখা গেল পোড়খাওয়া বাম নেতাকে। তিনি বলেন, এই প্রথম স্ত্রীকে ছাড়া একা ভোট দিতে এলাম। টানা ৪১ বছর লড়াইয়ের সঙ্গী ছিল। তাই মন খারাপ লাগছে। স্ত্রীর ছবিতে মালা দিয়ে ভোট দিতে এসেছি। ও থাকলে ভালো লাগত।
আরও পড়ুন:ভাটপাড়ায় অর্জুন-শিবিরে বড় ধাক্কা, টিকিট পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদের ঘনিষ্ঠ আত্মীয়রা
পাশাপাশি নির্বাচন প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়িতে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে রাজনৈতিক সংস্কৃতি আলাদা। আর সেটা রক্ষা হোক আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে যে যার পছন্দের দলকে ভোট দেবেন। কলকাতা মত পরিস্থিতি যাতে এখানে না হয় মানুষের কাছে আবেদন। মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছে। তবে পুলিশ প্রশাসন আরো একটু সক্রিয় হলে ভালো হতো বলে দাবি করেন তিনি।