Virat Kohli: আবারও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট, করলেন শূন‍্যরানের রেকর্ড

0
3

আবারও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট কোহলি ( Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে শূন‍্যরানে আউট হলেন তিনি। আর শূন‍্যরানে আউট হতেই লজ্জার রেকর্ড গড়লেন বিরাট। শূন‍্যরানে আউট হওয়ার ফলে একদিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রান করলেন তিনি।

লজ্জার রেকর্ড। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শূন‍্যরানে আউট হতেই, একদিনের ক্রিকেটে ১৫ বার শূন্যরানে আউট হলেন বিরাট। এক্ষেত্রে ভারতের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি। টপকে গেলেন বীরেন্দ্র সহবাগ এবং সুরেশ রায়নাকে। এই তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। যিনি কিনা শূন‍্যরানে আউট হন ২০ বার। এরপরই রয়েছেন যুবরাজ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:Atk Mohunbagan: নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ বাগান কোচের