মনিকা বাত্রার করা মামলায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ রায়

0
2

টোকিও অলিম্পিক্সের সময় ( Tokyo Olympics) থেকেই তারকা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা( Manika Batra) ও ভারতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের (Soumyadeep Roy) মধ্যে সংঘাত ছিল অব্যাহত। ঘটনার চলছিল মামলাও। আর এবার সেই মামলার বিষয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি হাইকোর্ট। সেই মামলায় ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ। এর ফলে কড়া শাস্তি হতে পারে সৌম‍্যদীপের। এছাড়াও টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটিকেও ছ’মাসের জন্য নির্বাসিত করেছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংস্থার কাজ পরিচালনার জন্য এক সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে প্রশাসক।

জাস্টিস রেখা পাল্লি মনিকা বাত্রার হয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। আর এই নিয়ে গত নভেম্বরে সুপ্রিম কোর্টের জাস্টিস বিক্রমজিত সেনের অধীনে তিন সদস্যের কমিটি মনিকা বাত্রার এই পিটিশন পর্যবেক্ষণ করেন।সমস্ত অভিযোগ পর্যালোচনা করে দিল্লি হাইকোর্ট জাতীয় টেবিল টেনিস ফেডারেশনকে সাসপেন্ড করেছেন। আর সেখানে এক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা ঘোষণা করেছে হাইকোর্ট।

গত বছর সেপ্টেম্বর মাসে মনিকা বাত্রা একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, জাতীয় দলের তৎকালীন কোচ সৌম্যদীপ রায় তাঁকে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের একটি ম্যাচ ছেড়ে দিতে বলেন। মনিকা অলিম্পিক্স সিঙ্গলসে সৌম্যদীপের কোচিংয়ে খেলতে অস্বীকার করেন। জাতীয় দলের কোচের অধীনে খেলতে অস্বীকার করায় মনিকাকে শোকজ করে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া।

আরও পড়ুন:Surajit Sengupta: অতি সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে দেখতে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস