India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

0
1

ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচেও জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া ( India) । শুক্রবার পোলার্ডদের ৯৬ রানে হারাল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ৩-০। ক‍্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে উচ্ছসিত ভারত অধিনায়ক। ম‍্যাচের সেরা শ্রেয়স আইয়র। সিরিজ সেরা প্রসিদ্ধ কৃষ্ণা।

ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে ২৬৫ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স আইয়র এবং ঋষভ পন্থ। ৮০ রান করেন শ্রেয়স। ৫৬ রান করেন পন্থ। ওয়াশিংটন সুন্দর করেন ৩৩ রান। ৩৮ রান করেন দীপক চাহার। তবে এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট কোহলি। শূন‍্য রান করেন তিনি। ১৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১০ রান করেন শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন জেসন হোল্ডার। দুটি করে উইকেট নেন জোসেপ এবং ওয়ালস। একটি করে উইকেট নেন স্মিথ এবং অ‍্যালন।

জবাবে ব‍্যাট করতে ১৬৯ রানে গুটিয়ে যায় ক‍্যারিবিয়ানদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান ওডেন স্মিথ এবং নিকোলাস পোরান। ৩৪ রান করেন পোরান। স্মিথ করেন ৩৬ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি করে উইকেট নেন দীপক চাহার এবং কুলদীপ যাদব।

আরও পড়ুন:মনিকা বাত্রার করা মামলায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ রায়