আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসনের ছাদ। ঘটনাস্থলে মৃত্যু দুই ব্যক্তির। আহত বেশ কয়েক জন। ধ্বংসাবশেষে আটকে রয়েছেন অনেকে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। বৃহস্পতিবার রাতে এমনটাই ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১০৯-এর একটি আবাসনে। জানা গেছে, আচমকা বহুতল আবাসনের ছাদ ভেঙে পড়ায় এই বিপত্তি।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর টুইটারে জানান, প্রশাসনিক কর্তা ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারের কাজ চলছে।
পুলিশ সূত্রের খবর, গুরুগ্রামের সেক্টর ১০৯-এ অবস্থিত চিন্টেলস প্যারাডিসো নামে একটি বহুতল আবাসনের সাত তলার ‘ডি ব্লক’-এর একটি বাড়ি সারানোর কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে ‘ড্রয়িং রুম’-এর ছাদ ভেঙে পড়ে। মূহূর্তের মধ্যে হুড়মুড় করে সাত তলার গোটা ছাদটাই ধসে পড়ে বলে জানিয়েছেন বাসিন্দারা। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বেশ কয়েক জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় নির্মাণকারী সংস্থাকেই দায়ী করেছেন বহুতলে বাসিন্দারা। তাঁদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই এই বিপত্তি।


































































































































