Bhishma Guhathakurata: প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

0
1

প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা (Bhishma Guhathakurata)। শুক্রবার বেলা তিনটে পনেরো নাগাদ দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন তিনি।  দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড  সেরে গেলেও পরবর্তী নানা সমস্যায় অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। এক-এক করে একাধিক অঙ্গ বিকল হয়ে যায় তাঁর।

বরেণ্য পরিচালক সত্যজিৎ রায় এবং তপন সিনহার অত্যন্ত পছন্দের অভিনেতা ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা।  সত্যজিৎ রায়, পরবর্তীকালে তাঁর পুত্র সন্দীপ রায়েরও একাধিক ছবিতে দেখা গেছে ভীষ্ম গুহঠাকুরতাকে। অভিনয়ের পাশাপাশি  তিনি খুব ভাল রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন, পিয়ানো বাজাতেন।  ক্রিকেট খেলতেও ভালবাসতেন।