সিঙ্গুরে(Singur) একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনার মূল পান্ডা অভিযুক্ত (accused) যোগেশ প্যাটেলকে বৃহস্পতিবার গ্রেফতার (Arrest) করল সিঙ্গুর থানার পুলিশ।গত ২ ডিসেম্বর সিঙ্গুরের(Singur) এক কাঠের মিলের ভিতর একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ ওঠে যোগেশ প্যাটেলের বিরুদ্ধে। জানা যায় ঘটনার দিন রাতে কাঠের মিলে ছিলেন যোগেশের ছোটভাই দীপক প্যাটেল। ভোর ছটা নাগাদ মিলের পিছনের টিনের শেড টপকে কাঠের মিলে ঢোকেন যোগেশ। মিলের মালিক মাভজি প্যাটেলকে ভারি লোহার বস্তু দিয়ে আঘাত করেন। এরপর তাঁর ছেলে দীনেশ প্যাটেল ও তার স্ত্রী অনুসুয়া প্যাটেলকেও খুন করে বলে অভিযোগ। খুনের পর যোগেশ ও তার ভাই দীপক প্যাটেল পালিয়ে যায়।

আরও পড়ুন: Bhuban Badyakar : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে সম্মানিত করল রাজ্য পুলিশ

তদন্তে নেমে পরবর্তীতে পুলিশ দীপক প্যাটেলকে গ্রেফতার(arrest) করলেও যোগেশ ফেরার ছিলেন। অবশেষে অভিযুক্ত যোগেশ প্যাটেলকে আজ গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়।











































































































































