বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার, একটি মামলার প্রেক্ষিতে এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি উচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন কোনও রকম অশান্তির ঘটনা ঘটলে তার দায় সরাসরি বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনারের উপর।
আরও পড়ুন:পটাশপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযুক্ত বিজেপি সমর্থক
বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কি না সে বিষয়ে ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের DG ও IG-র সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 48 ঘণ্টার মধ্যে কমিশনের তরফ বিধাননগর পুরভোটে বাহিনীর প্রয়োজন কিনা তা জানাতে হবে। তবে একই সঙ্গে বলা হয়েছে যদি পুরভোটের দিন কোনও অশান্তির ঘটনা ঘটে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.