“হিন্দুদের হিত মানেই, রাষ্ট্রের হিত। হিন্দুদের জন্য ভাল কিছু হওয়া মানেই রাষ্ট্রের ভাল।”
এমনই দাবি আরএসএস ( RSS) তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। হায়দরাবাদে সন্ত রামানুজের জন্মবার্ষিকী অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেন ভাগবত। সেই অনুষ্ঠানে ভাগবত বলেছেন, “হিন্দুদের ভাল মানেই রাষ্ট্রের ভাল। বিগত প্রায় এক হাজার বছর ধরে যারা হিন্দুদের ধ্বংস করার , সর্বনাশ করার চেষ্টা করেছিল, তারাই এখন সারা পৃথিবীতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ভাগবতের আরও দাবি,” হিন্দুদের ভাবনাকেই অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলেই এই দেশ শক্তিশালী এবং যোগ্যতম দেশ হয়ে উঠতে পারব।”
হায়দরাবাদে সন্ত রামানুজের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠান শুরুর আগেই চিন্না জিয়া স্বামী আশ্রমে ২১৬ ফুট উঁচু রামানুজের একটি মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই
মূর্তিকে সাম্যের মূর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

























































































































