গভীর রাতে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি, কিন্তু কেন?

0
1

বহরমপুরে পুরভোটে কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও এই অভিযোগকে আমল দিতে রাজি নয় কেউই।
বুধবার রাত এগারোটা নাগাদ বহরমপুরের(Berhampore) ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। গুলি এসে লাগে বাড়ির দরজায়। খবর পেয়ে আসে পুলিশ।
কংগ্রেসের তরফে অভিযোগ,  গুলি চালনার পেছনে বিরোধীদের হাত রয়েছে। সামনেই পুরভোট। এই ওয়ার্ডে কংগ্রেসের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। নির্বাচনে কংগ্রেস ভালো ফল করতে পারে এই আশঙ্কাতেই কংগ্রসকে ভয় দেখানের চেষ্টা হচ্ছে।
পাল্টা বিরোধীদের দাবি, কংগ্রেসের ঘরোয়া কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে।
টুম্পা সরকার(Tumpa Sarkar) বলেন, আমাদের আরও দুটো ওয়ার্ডে ভয় পেয়ে ভয় দেখিয়েছে ওরা। ওরা আমাদের ভয় পাচ্ছে। আমাদের বাইরের গেটে ধাক্কা দিয়ে কেউ ডাকাডাকি করছিল। তারপর দরজা খুলেই ৫ রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় হামলাকারী।