Lata mangeshkar : গোদাবরীর তীরে লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন করা হল

0
1

গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (lata mangeshkar) অস্থি বিসর্জন করা হল। বৃহস্পতিবার ভোরে এই অস্থি বিসর্জন হয় । এদিন সেখানে উপস্থিত ছিলেন লতার বোন আশা ভোঁসলে, তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর এবং পরিবারের আরও অনেকে।

গত রবিবার প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। চারদিনের মাথাতেই অস্থি বিসর্জন হল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে পুরোপুরি মারাঠি রীতি মেনে, নিষ্ঠা সহকারে সব পারলৌকিক নিয়ম পালন করছে তাঁর পরিবার।