Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

0
3

এখনও জ্বর রয়েছে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের (Surajit Sengupta)। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার এমনটাই জানান হল হাসপাতালের তরফ থেকে। এদিন মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সুরজিৎ সেনগুপ্তের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে। এখনও হাল্কা জ্বর রয়েছে তাঁর। যদিও তাঁর মুত্র নির্গমন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেশনের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯৫-৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। চিকিৎসক অজয়কৃষ্ণা সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। এছাড়া তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক অঞ্জন লাল দত্ত, আশিস দাস ও জয়ন্ত কুমার বসুকে নতুন করে নিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞেরা তাঁকে সবসময় পর্যবেক্ষণে রাখছেন।

আরও পড়ুন:carlos brathwaite: ইডেনের নামে নিজের সদ্যোজাত মেয়ের নাম কার্লোস ব্রেথওয়েট