carlos brathwaite: ইডেনের নামে নিজের সদ্যোজাত মেয়ের নাম কার্লোস ব্রেথওয়েট

0
1

ইডেনের (Eden) নামে নিজের  সদ্যোজাত মেয়ের নাম রাখলেন ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) ক্রিকেটার কার্লোস ব্রেথওয়েট ( carlos brathwaite)। কলকাতার ইডেন গার্ডেন্স সবসময়ই কাছের এই তারকা অলরাউন্ডারের কাছে। ইডেনকে কীভাবেই বা ভুলতে পারেন ব্রেথওয়েট! টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) বেন স্টোকসকে পরপর চারটি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছিলেন তারকা অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই ইডেন যে ব্রেথওয়েটের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তা বলাই বাহুল্য।

ইডেনের স্মৃতি যে কখনই ভুলতে চাননা  ব্রেথওয়েট সেটা বোঝা গেল তাঁর সিদ্ধান্তেই। ইডেনকে নিজের জীবনের সঙ্গে বরাবরের মতো জড়িয়ে নিয়ে ব্রেথওয়েট নিজের সদ্যজাত কন্যাসন্তানের নাম রাখলেন ইডেন রোজ।

সোশ‍্যাল মিডিয়ায় ব্রেথওয়েট মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, “নামটা মনে রাখবেন। ইডেন রোজ ব্রেথওয়েট।”

 

View this post on Instagram

 

A post shared by Carlos Brathwaite (@ricky.26)

গত রবিবার ব্রেথওয়েটের স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের পিতা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ব্রেথওয়েট।

আরও পড়ুন:Ajinkya Rahane: বিস্ফোরক রাহানে, নাম না করেই বিরাট কোহলির বিরুদ্ধেই তোপ দাগলেন জিঙ্কস