Shootout: বর্ধমানে ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের 

0
1

আগাম খবর নিয়েই লুঠ বলে প্রাথমিক তদন্তে অনুমানব্য বসায়ীকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় বর্ধমানে (Bardhawan) চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের মাধবডিহির দিঘিরকোন এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় হঠাৎই হামিদ আলি খান (Hamid Ali Khan) নামে ওই ব্যবসায়ীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় দুষ্কৃতীদের বাধা দেন হামিদ আলি। পাল্টা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মাধবডিহির ছোট বৈনান বাজারে হামিদ আলি খানের একটি কাপড়ের ও লটারির টিকিটের দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দু’লক্ষ টাকা নিয়ে বাইকে করে ফিরছিলেন। পুলিশের অনুমান, আগাম খবর নিয়েই ব্যবসায়ীকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।