হিজাব বিতর্ক : শাখা-পলা, সিঁদুর, পাগড়ি নিষিদ্ধ করার দাবি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুর

0
2

হিজাব বিতর্ক এখন জাতীয় ইস্যু৷ হিজাব পরা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে কর্ণাটকে (Karnataka Hijab controversy)৷ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন বহনকারী হিজাব পরে কেন আসবেন ছাত্রীরা তা নিয়ে প্রশ্ন তুলছেন হিন্দুত্ববাদীদের একাংশ৷ এবার এই হিজাব বিরোধীদের কড়া আক্রমণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Kumar Bose)৷ বুধবার চন্দ্র বসু টুইটারে লেখেন, হিজাব নিষিদ্ধ হলে শাখা-পলা, সিঁদুর, পাগড়ি, সব রকমের ধাগা, তাবিজও নিষিদ্ধ করা হোক৷ চন্দ্র বসুর মতে, ধর্মীয় মেরুকরণ করে ভোটে জিততে এভাবেই বিভাজনের রাজনীতি করা হচ্ছে৷

 

চন্দ্র বসু টুইট করে আরও বলেছেন, বিষয়টি হিজাব নয়৷ যে ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিকতা ও গণতান্ত্রিকতা দেশের নাগরিকদের ন্যায়, সমতা, স্বাধীনতার আশ্বাস দেয় এবং সৌভ্রাতৃত্বের প্রচার করে তাকে ধ্বংস করা৷

আরও পড়ুন: ত্রুটিপূর্ণ ক্ষুধার পরিমাপ: Global Hunger Index-এর রিপোর্ট খারিজ কেন্দ্রের

চন্দ্র বসু জানিয়েছেন, গেরুয়া ত্যাগের প্রতীক৷ তাই গেরুয়াকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বন্ধ হোক৷ তিনা গেরুয়া দলগুলিকে কটাক্ষ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে যে রাজনৈতিক দলগুলি ধর্মীয় চিহ্ন ব্যবহার করে তা নিষিদ্ধ করা দরকার৷

বুধবারই সিঙ্গল বেঞ্চ হিজাব পরা (Karnataka Hijab controversy) মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে৷ সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোট। ঠিক এমন সময়ই বিজেপি শাসিত কর্ণাটকে আচমকা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷ কিন্তু এতদিন হিজাব পরেই ক্লাস করছিল পড়ুয়ারা৷