Dev : গরুপাচার কাণ্ডে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ অভিনেতা- সাংসদ দেবকে

0
1

গরুপাচার মামলায় এবার সাংসদ-অভিনেতা দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বুধবার সিবিআইয়ের তরফে এই মর্মে একটি নোটিস পাঠানো হয়েছে দেব তথা দীপক অধিকারির কাছে । ওই নোটিসে আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

দেবের সঙ্গে সরাসরি  গরু পাচার কাণ্ডের কী সম্পর্ক তা এখনও স্পষ্ট নয়। সিবিআইয়ের তরফেও এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে জানা গিয়েছে গরু পাচার কাণ্ডে যে সমস্ত সাক্ষীদের ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই, তাদের বয়ানেই নাকি একাধিকবার উঠে এসেছে অভিনেতা-সাংসদ দেবের নাম।