বছর দুয়েক পরে স্কুল খুলল । অথচ স্কুল খুলতেই মারামারি ক্লাসের মধ্যে। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগদীশপুর হাইস্কুলে। জানা গিয়েছে এদিন নবম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তারপরই চুলোচুলি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়েছিল। ক্লাসরুমের ভিতরেই তৃতীয় ও চতুর্থ পিরিয়ডের মাঝে চলতে থাকে হাতাহাতিও। ক্লাসে শিক্ষক না থাকার সুযোগে সেই হাতাহাতি আরও চরমে ওঠে । ইতিমধ্যেই দুই ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ।