Sudipta Sen: চার মামলায় স্বস্তি পেলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন

0
1

চারটি মামলায় স্বস্তি পেলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন (Sudipto Sen)। মঙ্গলবার, বিধাননগরে (Bidhannager) এমপি-এমএলএদের জন্য নির্ধারিত আদালতে সারদার (Sarada) চন্দননগরের একটি মামলায় সরাসরি জামিন পান সুদীপ্ত সেন। আরও তিনটি মামলাতে জামিন প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয়ে অনুমতি দিয়েছেন বিচারক মোহনজ্যোতি ভট্টাচার্য (Mohanjyoti Bhattacharya)।

আরও পড়ুন- সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে টেলিমেডিসিন প্রকল্প চালু করছে রাজ্য সরকার

বিভিন্ন জেলায় চলা মামলাগুলিকে একসঙ্গে বিধাননগর আদালতে নিয়ে আসা হয়। অন্যান্য জেলায় চলা মামলায় সুদীপ্ত সেনের জামিন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেগুলি এই আদালতে পাঠানো হয়েছে। এদিন সেই জামিনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয় অনুমতি দিয়েছেন বিচারক। চন্দননগরের মামলায় সরাসরি জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। ফলে, চারটি মামলায় স্বস্তি পেলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন।