রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। অবিলম্বে রাজ্যপালকে সরানোর দাবিতে এক আইনজীবী এই মামলা করেছেন।
জানা গিয়েছে, সংবিধান বিরোধী কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলাটি হয়েছে । মামলায় পার্টি করা হয়েছে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে।
জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে, উনি বিশেষ একটি রাজনৈতিক দলের মুখপত্র হিসাবে কাজ করছেন। শাসকদলের তরফেও এই অভিযোগ একাধিক বার করা হয়েছে।
রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে নষ্ট করছেন বলেও মামলার অভিযোগপত্রে দাবি করা হয়েছে। মামলাকারীর দাবি, অবিলম্বে রাজ্যপালকে তাঁর এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিক হাইকোর্ট। হাইকোর্ট সূত্রে খবর, ইতিমধ্যে মামলার সকলপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুক্রবার এই জনস্বার্থ মামলাটির শুনানি হতে পারে।