প্রয়াত অভিনেতা প্রবীণ কুমার সবতি। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। বয়স হয়েছিল ৭৫ বছর। বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয় করার সুবাদে তাঁর খ্যাতি ছিল। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন প্রয়াত অভিনেতার মেয়ে।

আরও পড়ুন:আজ অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে ঝড় তুলবেন মমতা, হাড়ে কাঁপুনি বিজেপির

মহাভারতের ভীমের চরিত্রে অভিনয়ের পর থেকে তাঁর দেশজোড়া খ্যাতি এনে দিয়েছিল। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেছিলেন তিনি। অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেন তিনি।২০১৩-তে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র প্রার্থী হয়েছিলেন তিনি।


যদিও অভিনয় জগতে পা রাখার আগে একজন সফল ক্রীড়াবিদ ছিলেন প্রবীণ। হ্যামার এবং ডিসকাস ছোঁড়ার খেলায় খ্যাতি ছিল তাঁর। ভারতের হয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন। চারবার এশিয়াডে পদকজয়ী প্রবীণ। ১৯৬৮ মেক্সিকো এবং ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। অর্জুন পুরস্কারে ভূষিত হন প্রবীণ।সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































