খোদ রাজধানীর বুকে এমবিএ((MBA) পড়ুয়াকে অপহরণ করে গান পয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দিল্লিতে। দিন তিনেক আগে ওই পড়ুয়া ফিনাইল খেয়ে আত্মহত্যার(Suicide) চেষ্টা করে। এরপর মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ(Delhi police)। খোঁজ চলছে আরো দুইজনের।

জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসের ২৩ তারিখ তাকে অপহরণ করা হয়। গানপয়েন্টে রেখে নগ্ন ভিডিও শুট করা হয়। এরপর চলে ব্ল্যাকমেইলিং। আরও একটি ভিডিও তোলা হয় তাঁর, যেখানে সঙ্গে গাঁজা, চরস ও পিস্তল দেখা গিয়েছে। এই ভিডিও দু’টি দেখিয়ে ওই ছাত্রের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। নচেত ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয়। এই অবস্থায় পরিবার ৫ লক্ষ টাকা দেয় দুষ্কৃতীদের। যদিও এরপরেও ওই ছাত্রের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয় তাঁর বন্ধু ও আত্মীয়দের মধ্যে। এমনকি পয়লা ফেব্রুয়ারিতে নতুন করে পরিবারকে হুমকি দেওয়া হয়, বাকি ১৫ লক্ষ টাকা না মেটালে এমবিএ পড়ুয়াকে খুন করা হবে। চূড়ান্ত অপমানিত হয়ে পরিস্থিতির চাপে আত্মহত্যার চেষ্টা করে পড়ুয়া।
আরও পড়ুন:বিজেপিকে ভোট দিতে বারণ করে ‘হুমকি’ খোদ দলীয় নেত্রীর!
এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই এমবিএ ছাত্র। পরিবারের অভিযোগ, এক পুলিশ কনেস্টবল ধর্মপাল উলটে ওই ছাত্রের সঙ্গে খারাপ আচরণ করেন। অসহায় পরিস্থিতিতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্র। যদিও পুলিশ জানিয়েছে, ছাত্রের অভিযোগের ভিত্তিতে রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দোষীদের খোঁজ চলছে।















































































































































