ক্রমশ নিয়ন্ত্রণে আসছে দেশের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৫৯৭ জন। যা সোমবারের তুলনায় কম। একই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,১৮৮ জন৷
আরও পড়ুন:Pravin Kumar Sobti:প্রয়াত মহাভারতের ‘ভীম’ খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সবতি
দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন৷ আর বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার ৮৯১ জন৷ করোনা থেকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৮ লাখ ৪০ হাজার ৬৫৮ জন৷ এখনও দেশে ৫ লাখ ৪ হাজার ৬২ জনের করোনায় মৃত্যু হয়েছে৷
ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর দাপাদাপিতে আকাশ ছুয়েছিল সংক্রমিতের সংখ্যা। তবে ফেব্রুয়ারির প্রথমেই কমেছে দেশের দৈনিক সংক্রমণ। ফলে খানিকটা হলেও স্বস্তি মিলেছে। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে দু’দিন করে শারীরিক শুনানি শুরু হবে। বাকি দিনগুলোতে অনলাইন ও অফলাইন দু’ভাবে চলবে শুনানি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.