গোয়ায় নির্বাচনী প্রচারে বিধিভঙ্গ, এবার অমিত শাহর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

0
1

গোয়ায় কোভিড বিধি ভেঙে প্রচার করায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। আর সানভোরদেম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গণেশ গাঁওনকারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি চারচোরেম থানাতেও এফআইআর করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, চলতি বছরের ৩০ জানুয়ারি সানভোরদেম কেন্দ্রে বিজেপি প্রার্থী গণেশ গাঁওনকারের হয়ে প্রচারে কোভিড বিধি লঙ্ঘন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রীও ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলা হয়েছে, ১. বিজেপির জাতীয় দলের তকমা বাতিল করতে হবে। ২. অমিত শাহ ও প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। ৩. গোয়ায় কোনওরকম নির্বাচনী কর্মসূচিতে যাতে এরা দুজন যোগ দিতে না পারেন তা সুনিশ্চিত করতে হবে।

১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভার নির্বাচন। তার আগে প্রচারে সরগরম রয়েছে গোয়া। এই আবহে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ বাড়তি মাত্রা যোগ করল গোয়ার রাজনীতিতে।

আরও পড়ুন- পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে মিটেছে অসন্তোষ, জানাল তৃণমূল