রাজ‍্যে ফের শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা

0
1

ফের শুরু হচ্ছে দাবা প্রতিযোগিতা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ‍্য স্তরের সিনিয়র চেস চ‍্যাম্পিয়নশিপ (Chess Championship)। করোনার ( Corona) কারণে গত দুবছর বন্ধ থাকার পর, ফের একবার রাজ‍্যে বসছে দাবা প্রতিযোগিতা। তেঘড়িয়াতে বসতে চলেছে রাজ‍্য স্তরের সিনিয়র চেস চ‍্যাম্পিয়নশিপের আসর। অনলাইনে ১২ ফেব্রুয়ারি দুপুর ২টো পর্যন্ত দেওয়া যাবে এই প্রতিযোগিতায় নাম।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য স্তরের সিনিয়র চেস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের সেরা চার পুরুষ এবং চার মহিলা দাবাড়ু সুযোগ পাবেন জাতীয় স্তরে খেলার। ‘সারা বাংলা দাবা সংস্থা’ এই প্রতিযোগিতা আয়োজন করেছে। চলবে  ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিচারকদের বিচারে যে চার পুরুষ ও চার মহিলা প্রতিযোগি সেরা হবেন, তাঁরা জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। পুরুষ ও মহিলাদের জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে  কানপুর ও ওড়িশাতে। যা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। ‘ল’স অব চেস’ ও ‘সুইস সিস্টেমে’ হবে খেলা। মোট আট রাউন্ডে হবে খেলা। এক একটি খেলার জন্য প্রতিযোগিরা মোট ৯০ মিনিট পাবেন।

আরও পড়ুন:Kane Williamson: চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন