BJP:প্রার্থী তালিকা প্রকাশ পেতেই মুর্শিদাবাদে ধুন্ধুমার! বিজেপির কার্যালয়ে ভাঙচুর

0
1

পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপিতে ‘বিভ্রাট’। সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পুরসভার বিজেপি প্রার্থীদের নামের তালিকা ঘোষণা হতেই শুরু হয় ধুন্ধুমার। শুধু সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখানোই নয়, দলীয় কার্যালয়েও ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। বিক্ষোভের রেশ এতটাই ছিল যে দুই দলের মধ্যেও হাতাহাতি শুরু হয়। যার জেরে ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন:“হাথরস-উন্নাওয়ের জন্য আগে ক্ষমা চান, পরে ভোট চাইবেন”, যোগীকে তোপ মমতার

মুর্শিদাবাদে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের ম্যাকাঞ্জি ময়দানে মোড়ে উত্তেজনা ছড়ায়। উত্তর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি ধনঞ্জয় ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দলীয় কর্মীদের একাংশ। দলীয় কর্মীরা ‘চোর চোর’ বলে স্লোগানও দিতে শুরু করেন। টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।এরপর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়।শুধু তাই নয় দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসেও বিক্ষোভ দেখান তাঁরা। প্রার্থী তালিকা ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।এমনকী একে অপরকে জুতো দিয়ে মারধর শুরু করে।

বিধানসভায় নির্বাচনে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। এবার পুরভোটে জঙ্গিপুর ও ধুলিয়ান পুরসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। দু’টি পুরসভার ৪২টি আসনের মধ্যে মাত্র ২২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় মাত্র দু’জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন। এই প্রার্থী তালিকা ঘোষণার পরই শুরু হয়েছে দলের অন্দরের ক্ষোভ।