খেলাধুলাতেও পারদর্শী ছিলেন পর্দার ‘ভীম’, এশিয়ান গেমসে জিতেছিলেন পদক

0
2

সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা প্রবীণ কুমার সবতি (Praveen Kumar Sobti)। আটের দশকের শেষ দিকে দূরদর্শনে পরিচত মুখ হয়ে উঠেছিলেন তিনি। বিখ্যাত টেলিসিরিজ ‘মহাভারতে’ (Mahabharat) ভীমের চরিত্রে অভিনয় করেন প্রবীণ, এবং  পৌঁছে যান মানুষের মনের গভীরে। কিন্তু জানেন কী এই অভিনেতা একজন সফল ক্রীড়াবীদও।

অভিনেতার পাশাপাশি প্রবীণ কুমার সোবতি একজন চ্যাম্পিয়ন অ্যাথলিটও। চারবারের এশিয়ান গেমসে পদক জয়ী এবং দু’বারের অলিম্পিয়ান তিনি। হ্যামার ও ডিসকাস থ্রোয়ার প্রবীণ এশিয়ান গেমস থেকে ভারতকে ২টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ এনে দিয়েছেন। এছাড়াও ১৯৬৮ সালে মেক্সিকোতে এবং ১৯৭২-এ মিউনিখে আয়োজিত অলিম্পিক্সে অংশ গ্রহন করেছিলেন প্রবীণ। যদিও অলিম্পিক্সে পদক জয় হয়নি তাঁর। অর্জুন পুরস্কারে ভূষিত হন প্রবীণ।

মহাভারতের ভীমের চরিত্রে অভিনয়ের পর থেকেই দেশজোড়া খ্যাতি এনে দিয়েছিল তাকে। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেছিলেন তিনি। অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।

আরও পড়ুন:Saba Karim: বিরাটের পারফরম্যান্স নিয়ে কী বললেন সাবা করিম?