যখন গোটা দেশ লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের ‘দুয়া’ এবং তাঁর ম্যানেজারের ‘প্রণাম’ নিবেদনের ছবিতে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিকৃতি দেখতে শুরু করেছে, সেখানেও ‘বিতর্কিত’ মন্তব্য। কদর্য ভাষায় ধর্মীয় ভাবাবেগ এবং উস্কানিমূলক রাজনীতির ছবি তুলে ধরছেন বিজেপি নেতা।
আরও পড়ুন:Mamata On Airport: জোর করে বিমানবন্দরের জমি নয়: জানালেন মুখ্যমন্ত্রী, সরব বেসরকারিকরণের বিরুদ্ধেও
রবিবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই। কিন্তু এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিয়ো শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’
क्या इसने थूका है ❓ pic.twitter.com/RZOa2NVM5I
— Arun Yadav (@BeingArun28) February 6, 2022
বিজেপি নেতা অরুণ যাদব।যিনি হরিয়ানার রাজ্য বিজেপির-র ভারপ্রাপ্ত। তাঁর টুইটারে শাহরুখের ‘দুয়া’ নিবেদনের ভিডিওতে সেই হিন্দুত্ববাদী আক্রমণ করতে দেখা গিয়েছে। অরুণের টুইটে অনেককেই এর পর শাহরুখ বিরোধী মন্তব্য করতেও দেখা যায়। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনও ছবি বা ভিডিয়ো নিয়েই কোনও মন্তব্য করেননি।
যদিও ব্যাখ্য দিয়েছেন শাহরুখ ভক্তরাই। ওই বিজেপি নেতার সমালোচনা করে তাঁরা বলেছেন, ইসলাম ধর্মে দুয়া বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনওভাবেই অসম্মান করা হয়নি।