Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা গাড়ির, মৃত ৪

0
7

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতি-সহ চার জনের। রবিবার গভীর রাতে মালদহের নালগোলা রাজ্য সড়কের উপর মুচিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:ভোটের আগে ফের ভাটপাড়ায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মালদহ মেডিকাল কলেজ হাসপাতালেই তিনি মারা যান। গাড়িটির অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সেটি। ফলে মৃতদেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।

মালদা পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম  দেবাশিস মণ্ডল,সুব্রত শেঠ , অণীক দাস ও তার স্ত্রী নেহা দাস। তারা প্রত্যেকেই মালদার বাসিন্দা। তবে গতকাল তাঁরা কোথায় যাচ্ছিলেন, তা এহনও জানা যায়নি।