বীরভূমের শান্তিনিকেতনে দাঁতালের হানা 

0
2

এবার বীরভূমে হাতির হানা। বোলপুর শহর লাগোয়া শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা বল্লভপুর এলাকায় একটি দলছুট হাতি এসে পড়েছে রাতের অন্ধকারে। রাতে মোলডাঙ্গা গ্রামের একটি বাড়ির পাঁচিল ভেঙে দেয় দাঁতাল। বর্তমানে হাতিটি শ্রীনিকেতনের জঙ্গলের মধ্যে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাঁকুড়া সহ বীরভূমের হুলা পার্টির দল নিয়ে আসা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে জঙ্গল থেকে বের করে বাঁকুড়ার দিকে পাঠানোর চেষ্টা করছে বনদপ্তরের কর্মীরা। আতঙ্কিত এলাকাবাসীরা।

আরও পড়ুন- UGC-র প্রস্তাবে কর্মসঙ্কোচনের আশঙ্কায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা