এবার পাইপ লাইনে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস, পরিকল্পনা ঘোষণা ফিরহাদ হাকিমের

0
3

এবার কলকাতায় ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবারহের কাজ চালু হবে। ২০২৪ সালের মধ্যে এই প্রজেক্ট সাফল্যের সঙ্গে শুরু হবে। সিলিন্ডারের পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমেও বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস। কলকাতায় এই প্রজেক্ট সফলতা পেলে জেলায় জেলায় তা শুরু হবে। আজ, সোমবার এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এমন পরিকল্পনা নিয়ে মেয়র জানিয়েছেন, গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আসানসোল, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত পাইপ লাইনে এসে গিয়েছে। সেখান থেকে কলকাতায় ওই লাইন আনার কাজ চলছে। ইতিমধ্যেই ১১টি পেট্রোল পাম্পে গ্যাস সরবারহ চালু হয়ে গিয়েছে। এরপর তা বাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা চলছে।

জানা গিয়েছে, বেঙ্গল গ্যাস কর্পোরেশন, কেন্দ্রীয় সংস্থা গেইল ও গ্রেটার গ্যাস কর্পোরেশনের সমন্বয় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। পানাগড় থেকে কলকাতা ও হলদিয়া পর্যন্ত পাইপলাইন বসাবে গেইল। কলকাতার মুকুন্দুপুর বাইপাস থেকে বজবজ পর্যন্ত গ্যাস পাইপ লাইন বসবে। ওই লাইনযাদবপুর ও টালিগঞ্জকেও ছুঁয়ে যাবে।

আরও পড়ুন- Sandhya Mukhopadhyay: লতা নেই, জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে