বিধাননগরে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিক্ষোভ চলে। যদিও বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। শুভেন্দু এবং অন্য বিজেপি নেতারা রাস্তাতেই বসে পড়েন।
অভিযোগ, শহরের শান্ত পরিবেশকে অযথা অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। যা মোটেও বরদাস্ত করতে রাজি নয় প্রশাসন। শাসকদলের মত, বিজেপি-র পায়ের তলার মাটি সরে গেছে।পুরভোটে ভরাডুবি হবে জেনে এই লোক দেখানো বিক্ষোভ।
শুভেন্দু বলেন, পাঁচদিন আগে আমাদের কর্মসূচির কথা পুলিশ কমিশনারকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও উনি আজ ভয় পেয়েছেন। তাঁর অভিযোগ, আটদিন আগে বিধাননগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিরোধী দলনেতা বলেন, এর প্রতিবাদেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু পুলিশ কমিশনার নেই ।তিনি বলেন, ‘ আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা জিতবই।’










































































































































