ভোটের আগে ফের ভাটপাড়ায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

0
1

পৌরসভা ভোটের আগে ফের ভাটপাড়ায় চলল গুলি। ফের তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ বিজেপি আশ্রিত দু্ষ্কৃতীদের দিকে। ঘটনা ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনিতে। যদিও অল্পের জন্য রক্ষা পান ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস।

এই ঘটনার পর ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস বলেন, “রবিবার সকাল থেকে দেওয়াল লিখনে ব্যস্ত ছিলাম। বাড়ি ফেরার পথে রামনগর কলোনির যুবকবৃন্দ ক্লাবের মাঠে গাড়ির সামনে দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিলাম। তখনই আচমকা মুখ ঢেকে বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে গুলি চালায়। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গাড়ির কাঁচে লাগে।”