২০২২ সাল থেকে হতে চলেছে দশ দলের আইপিএল (IPL)। নতুন দল হিসাবে যোগ দিয়েছে আমেদাবাদ (Ahmedabad) এবং লক্ষনৌ ( Lucknow)। ইতিমধ্যেই লক্ষনৌ দল তাদের নাম ঘোষণা করে দিয়েছে। আইপিএলে লক্ষনৌ সুপার জায়েন্টস নামে খেলতে চলেছে তারা। তবে এখনও আমেদাবাদ কী নামে খেলতে চলেছে, তা ঘোষণা করেনি তারা। সূত্রের খবর আমেদাবাদ দলের নাম হতে পারে আমদাবাদ টাইটান্স। যদিও সরকারি ভাবে দলের তরফে এখনও নাম প্রকাশ করা হয়নি।

আইপিএলে সদ্য যোগ দেওয়া নতুন এই দলের মালিক হলেন সিভিসি ক্যাপিটালস। তারা জুয়ার ব্যবসায় যুক্ত থাকার কারণে তদন্ত চলছিল বোর্ডের তরফ থেকে। সম্প্রতি সেই তদন্ত শেষও হয়েছে। তারপরেই তিন ক্রিকেটার বেছে নিয়েছে তারা। অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এ ছাড়াও রশিদ খান এবং শুভমন গিলকে নিয়েছে আমেদাবাদ।
আরও পড়ুন:Ind-Pak Match: মাত্র পাঁচ ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপের ম্যাচের টিকিট












































































































































