Weather Forecast: বাউন্সার সামলে ভালোই ব্যাটিং শীতের, দু’দিন পারদ নামল ৬ ডিগ্রি

0
1

ক্রিজে টিকে থাকার লড়াইয়ে মরিয়া শীত।একের পর এক বাউন্সার সামলে ব্যাটিং চালাচ্ছে শীত। রবিবার ভোরে কুয়াশার চাদরে মুখ ঢেকেছে তিলোত্তমা। শনি ও রবিবার দু’দিনে ৬ ডিগ্রি নেমেছে পারদ।রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দু’-একদিন শীতের আমেজ বজায় থাকবে। ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন:Lata Update: সারাদেশে লতার আরোগ্য কামনা: হাসপাতালে আশা, প্রধানমন্ত্রীর বার্তা জানালেন পীযূষ গোয়েল

যদিও বাগদেবীর আরাধনায় হতাশ করেনি মেঘলা আকাশ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে শনিবার বৃষ্টি হয়েছে। রবিবারের আকাশও রোদ ঝলমলে। তবে কী ফের শুরু শীতের ইনিংস? আবহবিদেরা জানিয়েছেন, আচমকা ঋতু পরিবর্তন হয় না। তাই প্রথমে রাতের দিকে শীত-শীত ভাব থাকবে। ধীরে ধীরে দিনের এবং রাতের পারদ চড়তে থাকবে। আস্তে আস্তে উত্তুরে হাওয়ার বদলে দখিনা বাতাস বইতে শুরু করবে। তাই বিদায় বেলায় শীত ফুরলেও একেবারে ঠান্ডা বিদায় হয়ে গেল তা নয়।

এ বারে বার বার পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গে শীত বাধা পেয়েছে। রাতের তাপমাত্রা বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে নাকাল হয়েছে রাজ্যবাসী। বেড়েছে তাপমাত্রাও কলকাতা-সহ রাজ্যের নানা এলাকায় সেই পরিস্থিতি মালুম হয়েছে।

গাঙ্গেয় বঙ্গে শীত মুখ থুবড়ে পড়লেও উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইয়ে কিন্তু শীতের উপস্থিতি ভাল ভাবেই মালুম হচ্ছে। পাহাড়ে স্বাভাবিক ভাবেই সারা বছর ঠান্ডা মেলে। দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে শনিবার। বরফের চাদরে ঢেকেছে টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। বহু বছর পর তুষারপাত হয় কার্শিয়াঙের চিমনি দেওরালিতেও।