India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত, ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে

0
1

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ( U-19 World Cup) চ‍্যাম্পিয়ন ভারত ( India)। ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে (England)। ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-র পর আবার ২০২২, এই নিয়ে পাঁচ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। ফাইনালে দুরন্ত বোলিং রাজ বাওয়ার।

ফাইনালে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ৪৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ইংরেজরা। ইংল‍্যান্ডের হয়ে ৯৫ রান করেন জেমস রিউ। ২৭ রান জর্জ থোমাস। ৩৪ রান করেন জেমস সেলস। ভারতের হয়ে দুরন্ত বোলিং রাজ বাওয়া এবং রবি কুমার। ৫ উইকেট নেন রাজ। রবি নেন ৪ উইকেট। একটি উইকেট নেন কুশল তাম্বে।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে শেখ রশিদ এবং নিশান্ত সিন্ধু। দুজনই অর্ধশতরান করেন। তবে অপরাজিত থাকেন নিশান্ত। ৩৫ রান করেন রাজ বাওয়া। ইংল‍্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জোশু বয়ডেন, জেমস সেলস এবং থোমাস।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস