উত্তরাখণ্ডে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে সাংসদ লকেট চট্টোপাধ্যায়

0
1

উত্তরাখণ্ডের (Uttarakhand) সুন্দরপুর গ্রামে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে হামলার মুখে অভিনেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। জানা গিয়েছে, বিজেপি (BJP) সমর্থক এক বাঙালি যুবককে গাড়ি থেকে ফেলে মারধর করা হয়। লকেটের কনভয়ের ওপর হামলার জেরে বিজেপি প্রার্থী শিব অরোরা (Shiv Arora) তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলেই ধর্নায় বসেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-মুম্বই গিয়ে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রবিবার বিকেলে বিজেপির সমর্থনে প্রচার চালাচ্ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। তিনি রুদ্রপুর বিধানসভা কেন্দ্রের দীনেশ পুরের কাছে সুন্দরপুর গ্রামে প্রচার সারছিলেন তিনি। জানা যাচ্ছে, ঘটনাস্থলে বিধায়ক রাজকুমার ঠুকরালের (Rajkumar Thukral) সমর্থকরা কনভয়ের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে লকেট বলেন, বিজেপি বিধায়ক রাজকুমার ঠুকরাল ক্রমাগত তাঁকে টার্গেট করছেন। এরপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লকেট।