সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। নক্ষত্রপতনের খবর পেতেই শোকস্তব্ধ কুমার শানু। বললেন, ‘মনে হচ্ছে মাকে হারালাম’।

আরও পড়ুন:Lata Mangeshkar: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা
এদিন সংবাদমাধ্যমকে শানু বলেন, “লতা জি আর নেই। মনে হচ্ছে মা-কে হারালাম। আমি প্রচুর গান রেকর্ড করেছি ওঁর সঙ্গে। প্রথমবার নয়া শাওন গানটি একসঙ্গে গেয়েছিলাম। খুব ভয় লেগেছিল। কিন্তু আত্মবিশ্বাস যুগিয়েছিলেন লতাজিই। বলেছিলেন গান ভালো হয়েছে। আমাদের কাছে লতাজী সরস্বতী। মনে হয়েছিল, উনি যখন বলছেন, তাহলে সত্যি সত্যি ভালো গান গেয়েছি। ভিতর থেকে সাহস পেয়েছিলাম ওই কথাটায়। উনি বলেছিলেন শানু তুমি খুব সুরে গাও। এমন করেই গান গাইতে থাকো। এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু হতে পারে না।’
এদিন ভারতরত্নের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শানু লেখেন, “লতা দিদির প্রয়াণের খবরে আমি মর্মাহত। কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। আমি সহ সকল গায়িকাদের কাছে তিনি মা সরস্বতী ছিলেন। সংগীত জগতের কাছে আশীর্বাদ স্বরূপ ছিলেন তিনি। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন, এটাই প্রার্থনা করি। ওঁ শান্তি।”
 
 
 
 
 
 
 
 
 
 
































































































































