রাজ্যে এসে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় বাজেটে ভূয়সী প্রশংসা করলেন অসামরিক পরিবহন মন্ত্রী তথা বিজেপি (Bjp) নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। রবিবার, এই সাংবাদিক বৈঠকে জ্যোতিরাদিত্য ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী, বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবারের কেন্দ্রীয় বাজেটকে ‘শূন্য’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুরে সুর মিলিয়ে এই বাজেটকে অন্তঃসারশূন্য এবং সাধারণ মানুষের জন্য কোন সুরাহা নেই বলে অভিযোগ করেছে বিরোধীরা। এই অভিযোগ খণ্ডন করতেই এ দিন সাংবাদিক বৈঠক করেন জ্যোতিরাদিত্য তার কথায় এবারের বাজেটে নাকি কর্মসংস্থানের সুযোগ রয়েছে একইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বাংলাকে যে বরাদ্দ বাড়ানো হয়েছে সে বিষয়টিও তুলে ধরেন জ্যোতিরাদিত্য (Jyotiraditya Scindia) অথচ প্রকল্পগুলির পড়া কমানো হয়েছে সে কথা তার বক্তব্য নেই।
আরও পড়ুন-”প্রেম-শ্রদ্ধা-প্রার্থনা”, লতাকে দেখেই তানপুরা নিয়ে অনুশীলন শুরু এ আর রহমানের
জ্যোতিরাদিত্য মতে, অসমরিক পরিবহন ক্ষেত্রে যোগাযোগ বাড়লে তাতে রাজ্যের উন্নতি হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়িত করতে রাজ্য সরকারকে জমিজট কাটাতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এবারের কেন্দ্রীয় বাজেট বাংলার ক্ষেত্রে এই বাজেটে বহু সম্ভাবনা রয়েছে বলেও মত সুকান্ত মজুমদারের।













































































































































