রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী ভারতরত্ন কিংবদন্তি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। লতা মঙ্গেশকারের মৃত্যুতে শোকজ্ঞাপন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) থেকে শুরু করে বিরাট কোহলি ( Virat Kohli), ভিভিএস লক্ষণ ( Vvs Laxman), বীরেন্দ্র সহবাগ( Virender Sehwag), অজিঙ্কে রাহানে( Ajinkye Rahane), মিতালি রাজ( Mithali Raj), মিরাবাই চানুদের( Mirabai chanu)।
লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন,” খুবই দুঃখের দিন আজ ভারতবাসীর জন্য। যখন সত্যিকারের দেশের একজন প্রতিভাবানের কথা বলা হয়, তাঁর উদাহরণ উনি। সত্যি বিশ্বাস হচ্ছে না উনি আর নেই। অনেক ভালোবাসা শ্রদ্ধা। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শোকজ্ঞাপন করে বলেন,” সত্যি আজ খুব দঃখের দিন। ওনার গান কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। ওনার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই।”
Deeply saddened to hear about the demise of Lata ji. Her melodious songs touched millions of people around the world. Thank you for all the music and the memories. My deepest condolences to the family & the loved ones. 🙏
— Virat Kohli (@imVkohli) February 6, 2022
ভারতের আরেক ক্রিকেটার অজিঙ্কে রাহানে শোকজ্ঞাপন করে লেখেন,” ভারত নিজের নাইটঅ্যাঙ্গলকে হারাল।”
India lost her Nightingale today. Prayers are with Lata didi's family as we mourn this difficult hour. Om Shanti 🙏
— Ajinkya Rahane (@ajinkyarahane88) February 6, 2022
ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ লেখেন,’ দুঃখের একটি সংবাদ ভারত রত্ন লতা মঙ্গেশকর মারা গিয়েছেন। ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল।”
Pained to receive news of Bharat Ratna #LataMangeshkar didi's demise. Her voice and melodies will remain immortal. Condolences to her family, friends and millions of fans all over the world.
ॐ शांति pic.twitter.com/SwSkZmuwqO— VVS Laxman (@VVSLaxman281) February 6, 2022
আরেক প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ বলেন,” দেশের নাইটঅ্যাঙ্গল, যার গলার সুরে আনন্দে ভরে উঠত কোটি কোটি মানুষ। সমবেদনা রইল ওনার পরিবারের প্রতি।”
The Nightingale of India ,a voice which has resonated with, brought joy and happiness to millions around the world leaves. Heartfelt Condolences to her family and fans. Om Shanti 🙏#LataMangeshkar pic.twitter.com/O6gWb27x3s
— Virrender Sehwag (@virendersehwag) February 6, 2022
ভারতের মহিলা ক্রিকেটার মিতালি রাজ টুইট করে শ্রদ্ধা জানান। তিনি লেখেন,” সত্যি দুঃখজনক খবর। ভারতের জন্য এটি একটি বড় ক্ষতি।”
Extremely saddened by the demise of the Nightingale of India, Lata Mangeshkar ji. A big loss for India. Her magical voice shall remain immortal.
Om Shanti 🙏 pic.twitter.com/qfy8QDC77n
— Mithali Raj (@M_Raj03) February 6, 2022
টোকিও অলিম্পিক্সে পদক জয়ী মিরাবাই চানু শ্রদ্ধাজ্ঞাপন করে লেখেন,” এটি একটি অন্তত দুঃখজনক খবর।”
End of an era
Rest In Peace Lata Mangeshkarji 🙏🏻 #LataMangeshkar #RestInPeace pic.twitter.com/DfzS8gKinE
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) February 6, 2022
আরও পড়ুন:Vvs Laxman: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের প্রশংসায় ভিভিএস লক্ষণ