Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারত। ফাইনালে ৪ উইকেটে হারাল ইংল‍্যান্ডকে। ট্রফি জেতার পরেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

২) আজ আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রোহিতের সঙ্গে ওপেন করবেন ইশান কিষান, জানালেন ভারত অধিনায়ক।

৩) চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফিরছেন রোহিত শর্মা। এই সিরিজের হাত ধরে প্রথমবার সীমিত ওভারের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে রোহিত শর্মার। তার আগে রোহিত জানিয়ে দিলেন, বিরাট কোহলির নেতৃত্বের ধারাই জাতীয় দলে বজায় রাখতে চাই।

৪) আগের থেকে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত । তাঁর শরীরে নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। শনিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৫) বাগদেবীর বন্দনায় স‍ৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের  নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরি’-তে দিলেন অঞ্জলি। দেখা গেল প্যান্ট-শার্ট পরে বাড়ির পাশে স্ত্রীর স্কুলে অঞ্জলি দিলেন বিসিসিআই সভাপতি ।

আরও পড়ুন:Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করবেন ইশান কিষান, জানালেন ভারত অধিনায়ক