নেত্রীকেই শেষ কথা মানেন, তবু দ্বিমতের কারণ বোঝালেন অভিষেক

0
2

Mamata Banerjeeই শেষ কথা। তাঁর নেতৃত্বেই শুধু বাংলা নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে Trinamool Congress কে প্রতিষ্ঠা করার লড়াই চালাবেন। এই ঘোষণা করেও কিছু বিষয়ে নিজের আলাদা ব্যক্তিগত মতামত বলে দিলেন Abhishek Banerjee. রবিবার ZEE 24 ঘন্টা চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি সব প্রশ্নের খোলাখুলি জবাব দেন। বারবার বলেন মমতাদিই নেত্রী। তৃণমূল এক ও অভিন্ন। কিন্তু কিছু বিষয়ে নিজের আলাদা মত ব্যাখ্যা করেন।

যেমন- এক ব্যক্তি এক পদ। অভিষেক বলেন,” শুধু দিদি ব্যতিক্রম হবেন। কিন্তু আমরা ৯৫% প্রয়োগ করলেও কয়েকজনের ক্ষেত্রে হয়নি। ভবিষ্যতে এই নীতি হবে।”

এক পরিবারের একজন রাজনীতিতে- অভিষেক বলেন,” আমি রাজি। বিজেপি আইন করার সাহস পাবে না। করলে আমি রাজনীতি ছাড়তে তৈরি।”

বিশ্বাসঘাতকদের দাওয়াই- অভিষেক বলেন,” যারা তৃণমূল হারছে ভেবে কিংবা এজেন্সির ভয়ে বিজেপিতে গেছিল, তাদের জন্য দলের দরজা বন্ধ। ফিরলেও প্রায়শ্চিত্ত করে ফিরতে হবে। কাউকে তিন বছর। কাউকে দশ বছর। এদের পদ বা দলের টিকিট দেওয়া যাবে না।”

অভিষেক বলেন,” ৬৫ ,৭০ বা ৭৫ বছর পর্যন্ত রাজনীতি করা যাবে। বিজেপি বড় বড় কথা না বলে বিল আনুক। সাংসদ, বিধায়করা যতদিন না বয়সের কারণে অথর্ব হবেন, ততদিন তাঁরাই থাকবেন, এটা হতে পারে না।”

পুরভোট নিয়ে চলতি প্রার্থীবিতর্কও ব্যাখ্যা করেন তিনি। বলেন,” দ্রুত সমাধান হয়ে যাবে।” অভিষেক জানান তাঁর ব্যক্তিগত মতামতগুলি তিনি নেত্রী ও দলকে জানিয়েছেন।

বিজেপি, সিপিএম, কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক। দলে সময়োপযোগী সাংগঠনিক পরিবর্তন এবং কর্মীদের ইচ্ছেপূরণের উপর জোর দেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যুক্তি দিয়ে নস্যাৎ করে দেন তিনি। অভিষেকের কথায়,” মানুষের আশা বাড়ছে। নতুন চেহারায় দলকে সামনে রাখতেই হবে।”

আরও পড়ুন- দুঃসময় ছেড়ে যাওয়াদের দলে নেওয়ার ক্ষেত্রে প্রায়শ্চিত্ত করাতে চান অভিষেক