Raj Chakraborty: মাত্র দেড় বছরেই হাতেখড়ি! স্লেটে ‘অ আ ক খ’ লিখল ইউভান

0
3

দেখতে দেখতে পূর্ণ করে ফেলল দেড় বছর। হাতেখড়িও হয়ে গেল ছোট্ট ইউভানের। মা শুভশ্রীর হাত ধরেই প্রথম বার লিখতে শিখল তারকা সন্তান। সরস্বতী পুজোতেই মাত্র দেড় বছরেই স্লেটজুড়ে আঁকাবাঁকা অক্ষরে অ-আ ক-খ বাংলা বর্ণমালা লিখে ফেলল ইউভান। মায়ের হাত ধরে লিখে ভারী খুশি সে।

শনিবার সরস্বতী পুজোর দিন ধুমধাম করে প্রযোজক রাজ চক্রবর্তীর সংস্থায় বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়েছিল। সেই পুজোতে মায়ের কোলে বসে স্লেটে খড়ি চালাল ছোট্ট ইউভান। এদিন বাবার মতোই ছেলেও সেজেছিল পাজামা পাঞ্জাবিতে। লাল স্লিভলেস ব্লাউজ ও লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন শুভশ্রী। পাশে খয়েরি রঙা পাঞ্জাবি ও ঘিয়ে পাজামায় যথারীতি ঝকঝকে রাজ।

শনিবার পুজো-অঞ্জলি শেষে ছিল ভুরিভোজের আয়োজন। সেই অনুষ্ঠানের মেনু ছিল– ভোগের খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনি, মিষ্টি তো ছিলই। আর ছিল শীত-স্পেশ্যাল কড়াইশুঁটির কচুরি, আলুর দম।

আরও পড়ুন- TMC: পুরভোটের আগে দলের সর্বস্তরে একডজন গাইড লাইন জারি তৃণমূলের