Bus Accident: বেপরোয়া গতি! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কনেযাত্রীদের বাস, জখম ৪০

0
2

কনেযাত্রী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার (Accident) কবলে বাস (Bus)। বেপরোয়া গতির কারণে রাস্তার ধারে বাসটি উল্টে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় জখম হয়েছেন ৪০ জন কনেযাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে কামারপুকুর (Kamarpukur) গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীররা জানান, পশ্চিম মেদিনীপুরের গরবেতা থেকে ওই বাসটি প্রচণ্ড গতিতে হুগলির (Hoogli) খানাকুল হেলান এলাকায় বিয়েবাড়ি যাচ্ছিল। সেই সময় হঠাৎ বাম্পারে লেগে চালক নিয়ন্ত্রণ হারান। আর তখনই বাসটি উল্টে যায়।

আরও পড়ুন- Surajit Sengupta: শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত