আগামীকাল আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। ইতিমধ্যেই করোনায় ( Corona) আক্রান্ত হওয়ায় শিখর ধাওয়ান ও রুতুরাজ গায়কোয়াড এখনও নিভৃতবাসে রয়েছেন। আর এক ওপেনার মায়ঙ্ক আগরওয়াল ব্যাক আপ হিসেবে দলে এলেও, নিয়ম অনুসারে এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। মায়ঙ্ক দলে যোগ দিতে দিতে রবিবার। তাই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওপেন করবেন ইশান কিষানই। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রোহিত শর্মা।
এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” এই মুহূর্তে ইশান কিষান আমাদের কাছে একমাত্র বিকল্প। তাই ইশান ওপেন করবে। নিয়ম অনুসারে মায়ঙ্ক এখনও নিভৃতবাসে আছে। তাই অনুশীলনে চোট না পেলে ইশান প্রথম ম্যাচে ওপেন করবে।”
৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের একদিনের সিরিজের আসর বসতে চলেছে আমেদাবাদে। সেই একদিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত