বাড়ির সরস্বতীপুজোয় হাতেখড়ি হল অভিষেক-পুত্রের। বঙ্গজুড়ে বাগদেবীর আরাধনা। স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আমজনতা থেকে সেলেব, ভিভিআইপিদের বাড়িতেও হয় সরস্বতীপুজো (Saraswati Pujo)। রাজনৈতিক নেতাদের কেউ মেতেছিলেন পাড়ার পুজোয়। কারও বা বাড়িতেই হয়েছে দেবী বন্দনা। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বাড়িতেও শনিবার সরস্বতী আরাধনা করা হয়। এদিন তাঁর পুত্রের হাতেখড়ি হয়। স্ত্রী রুজিরা, কন্যা-পুত্রদের নিয়ে পুজোয় অংশ নেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন,
“বিদ্যা-বুদ্ধি, সঙ্গীত-শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। শিক্ষার্থীদের জন্য তাই আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে আজ বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছিলাম। দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল বিদ্যার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। প্রকৃত জ্ঞানের আলোকে ধুয়ে যাক মনের সকল মলিনতা, দীনতা। সমস্তরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে সমাজের প্রতি আরও দায়বদ্ধ হয়ে উঠুক তারা – এই কামনা করি। সকল শিল্পীর প্রতিভা বিকশিত হোক, দ্যুতি ছড়াক দেশ-বিদেশে। রাজ্য তথা দেশবাসীর মঙ্গলকামনায় আজ প্রার্থনা করলাম মায়ের কাছে। আরাধনার কিছু উজ্জ্বল মুহূর্ত।”





















































































































































